কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোরের ঝুলন্ত লাশ
গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে রিজ উদ্দিন (১৭) নামের এক কিশোরকে গতকাল বৃহস্পতিবার রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর সেখানকার কম্পাউন্ডার ডা. হেলাল উদ্দিন ওই কিশোরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের আসামি সেলে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিজ উদ্দিন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে। তাঁকে কিশোরগঞ্জ থেকে মাদকের একটি মামলায় আটকের পর টঙ্গী কিশোর উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়েছিল।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ওই কিশোরের লাশ উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।