কুমিল্লার ঘটনার পরিকল্পনা হয়েছিল লন্ডনে বসে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এক মাস আগে লণ্ডনে বসে কুমিল্লার ঘটনা ঘটানোর পরিকল্পনা হয়েছিল। এরপর এক মাস ধরে বিএনপি প্রকাশ্যে দলীয় সভা করেছে আর গোপনে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে। তারই অংশ হলো সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা, পবিত্র কোরআন পূজামণ্ডপে রেখে আসা এবং পূজামণ্ডপে হামলা করা।’
আজ মঙ্গলবার রাজশাহী সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পূজামণ্ডপে যে পবিত্র কোরআন রেখে এসেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই যুবক কোরআন নিজের ইচ্ছায় সেখানে রেখে আসেনি। তাকে দিয়ে এই কাজ করানো হয়েছে। এ ঘটনায় কারা প্ররোচনা দিয়েছে, সব ঘটনাই বের করা হবে। ওই ঘটনা কার ফরমায়েশে হয়েছে, কার ইন্ধনে ভিডিও করে তা ফেসবুকে ছড়ানো হয়েছে, সবই বের হবে। নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।’
‘রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের এক নেতা জড়িত’। গণমাধ্যমে প্রচারিত এমন খবর প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ছাত্রলীগের যার নাম এসেছে, তিনি কারমাইকেল কলেজের ছাত্রই ছিল না।’
ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগকে বিতর্কিত করতেই এমন তথ্য গণমাধ্যমে আনা হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, ‘সারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপি জামায়াতসহ উগ্রবাদী সংগঠন সবসময় তৎপর থাকে। দুর্গাপূজাকে তারা বেছে নিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছিল। আমরা আগেই সেটি বুঝতে পেরেছিলাম। সেজন্য তৃণমূলের নেতাকর্মীদের পূজামণ্ডপ পাহারা দিতে বলা হয়েছিল। তারা পাহারা দিয়েছে বলেই বিএনপি-জামায়াত সারা দেশে হামলা করতে পারেনি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন ও আদিবা আনজুম মিতা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক সোহরাব হোসেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নগরীর কাজিহাটায় বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী কেন্দ্র পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আগামী সাধারণ নির্বাচনের আগেই বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালুর প্রতিশ্রুতি দেন।