কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের দৌলবাড়ি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে চট্টগ্রাম অভিমুখে যাত্রাকালে অজ্ঞাত একটি গাড়ি দুজন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ফেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শরফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। অজ্ঞাত গাড়িটি জব্দ করার চেষ্টা চলছে।