কুমিল্লায় পুলিশের বিনামূল্যে মাস্ক বিতরণ
‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ কার্যক্রম চালায় পুলিশ।
দেশের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আজ সকাল থেকে নতুন উদ্যোমে আবারও মাঠে নেমেছে পুলিশ। মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে এ কর্মসূচির আওতায় কুমিল্লা নগরে গুরুত্বপূর্ণ সড়কসহ নানা স্থানে গণসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করে সচেতনতা কার্যক্রম চালায়।
এ সময় বিভিন্ন বিপণি বিতান, শপিং মলগুলোতে সর্বসাধারণকে মাস্ক বিতরণ করা হয়। একইসঙ্গে যারা মাস্ক পরছেন না তাদের সাবধান করা হচ্ছে।
করোনা মোকাবিলায় সীমান্তবর্তী জেলা কুমিল্লার সব পুলিশকে মাঠে থেকে মানুষের সচেতনতা বাড়ানোসহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নির্দেশনা দেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
কোভিড মোকাবিলায় মাস্ক ও স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই জানিয়ে দোকানমালিক সমিতি, ব্যবসায়িক সমিতি, বাসমালিক সমিতিকেও কঠোরভাবে নির্দেশনা দেন পুলিশ সুপার।