কুমিল্লায় স্কুলছাত্র আশরাফুল হত্যার তিন আসামি গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অটোরিকশাচালক স্কুলছাত্র আশরাফুলকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাইদুল, কিশোর ও রিফাত। নিহত স্কুলছাত্র আশরাফুল দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের মো. আল আমিনের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত তিনজনই র্যাবের কাছে হত্যার দায় স্বীকার করেছেন বলে র্যাব জানায়।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ১৬ সেপ্টেম্বর স্কুলছাত্র আশরাফুল আমিনকে ভাড়ায় যাওর কথা বলে নিয়ে দৈয়াপাড়া এলাকায় নিয়ে যায় সাইদুল, কিশোর ও রিফাত। পরে দৈয়াপাড়া এলাকায় গাছের সঙ্গে হাত-পা বেঁধে হত্যা করে। এরপর অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু কিছুদূর যাওয়ার পর অটোরিকশাটি খাদে পড়ে যাওয়ায় সেটি নেওয়া সম্ভব হয়নি। পরের দিন সকালে দৈয়াপাড়ার ওই এলাকা থেকে মুখে স্কচটেপ আঁটানো ও গাছের সঙ্গে হাতপা বাঁধা অবস্থায় আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত আশরাফুলের বাবা মো. আল আমিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব কর্মকর্তা তানভীর মাহমুদ পাশা আরও জানান, করোনাকালীন পরিবারকে সাহায্য করার জন্য অটোরকিশা চালানোর পেশা বেছে নেয় স্কুলছাত্র আশরাফুল। আশরাফুলের হত্যাকারীরা এর আগেও একই পদ্ধতিতে আরও একটি অটোরিকশা ছিনতাই করে।