কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু, আক্রান্ত ৩৯৩
কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৩ জন। শনাক্তের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। যা একদিনে আক্রান্ত ও শনাক্তের হারের দিক থেকে সর্বোচ্চ।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯৫৫ জন। নতুন করে আজ সুস্থ হয়েছে ৭৫ জন। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ১২ হাজার ১১২ জন। মারা গেছে ৫০৭ জন। এদের অধিকাংশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, লকডাউন অমান্য করায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লার বিভিন্ন স্থানে ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব ভ্রাম্যমাণ আদালত থেকে ২১৫টি মামলায় এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কুমিল্লায় সরকারঘোষিত কঠোর লকডাউনের অষ্টম দিনে নগরীর দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। কাঁচাবাজার খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কম। নগরীতে বেড়েছে ছোট ছোট যানবাহন চলাচল। করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও জনগণের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহল অব্যাহত রয়েছে।