কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ, রূপ নিচ্ছে মহাসমাবেশে
কুমিল্লা টাউনহল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ শনিবার ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ সম্মেলনে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ দলের প্রায় এক ডজন কেন্দ্রীয় নেতা।
৭৩ বছরের পুরনো সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা মহানগর শাখার প্রথম সম্মেলন উপলক্ষে নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে কুমিল্লার আওয়ামী লীগ অনেক সংগঠিত। ঐক্যবদ্ধ নেতাকর্মী সম্মেলন সফল করতে সপ্তাহজুড়ে ওয়ার্ডে ওয়ার্ডে নিয়েছে সর্বাত্মক প্রস্তুতি। টার্গেট সম্মেলন যেন রূপ পায় মহাসমাবেশে। পুরো কর্মকাণ্ড চলছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের পরিকল্পনা ও নির্দেশনায়।
শনিবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে আনন্দ মিছিল নিয়ে আসতে শুরু করেছে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, আজ প্রথমবারের মতো কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি থাকছেন দলের অপর প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জর হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা হচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং বিশেষ বক্তা থাকবেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর এবং তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও নেতারা বক্তব্য দেবেন।
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর সর্বত্র চলছে উৎসবের আমেজ। নগরীর প্রধান সড়ক ছেয়ে গেছে কেদ্রীয় নেতাদের ছবিসম্বলিত ফেস্টুন-ব্যানারে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উৎসবের এই মাহেন্দ্রক্ষণ উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। টাউন হল মাঠে প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও টাউন হলের আশেপাশের কান্দিরপাড় এলাকায় লাগানো হয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেমসহ প্রজেক্টর। নেতাকর্মীরা বলেন, কাউন্সিলরের সংখ্যা মাত্র সাড়ে চারশ হলেও প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডেলিগেট-অতিথিসহ সম্মেলনে ১৬-২০ হাজার নেতাকর্মীর সমাগম হচ্ছে। টাউন হল মাঠে প্রস্তুত রাখা হয়েছে অতিথি ও নেতাদের জন্য আট হাজার চেয়ার।
প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ছয় বছর পর ২০১৭ সালের ২২ জুলাই কেন্দ্র থেকে প্রথমবারের মতো মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে আর সাধারণ সম্পাদক করা হয় বর্তমান মেয়র আরফানুল হক রিফাতকে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই মহানগরের ২৭ ওয়ার্ডেই পৃথকভাবে বিশাল আয়োজনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন করে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। যা সারা দেশের জন্য অনুকরনীয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।