কুলিয়ারচরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচরের তারাকান্দিতে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রবিন (২৫) ও সৌরভ (২০) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিহত রবিন উপজেলার সালুয়া ইউনিয়নের চরকামালপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় ওয়ার্কশপ শ্রমিক ছিলেন। আর সৌরভ অটোরিকশাটির চালক। তিনি কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মো. মাসুম ভূঁইয়ার ছেলে।
আহত অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ যাত্রী বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহত নারী বাজিতপুরের পিরিজপুর ও পুরুষ ব্যক্তি কিশোরগঞ্জের বলে জানা যায়। তারা দুজনেই অটোরিকশাটির যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ভৈরবগামী একটি সিএনজিচালিত (কিশোরগঞ্জ-থ ১১-১২২১) অটোরিকশা ও কিশোরগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন২১-২৭৬১) মুখোমুখি সংঘর্ষে এ অটোরিকশার চালকসহ চার জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রবিন ও সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে রবিন রাতেই মারা যান। আজ শুক্রবার সকালে মারা যান সৌরভ। দুইজনের মরদেহ তাদের বাড়িতে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনসহ প্রতিবেশিরা।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।