কুষ্টিয়ার মিরপুরে ভুট্টাক্ষেত থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার তালতলা এলাকার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহত উম্মে ফাতেমার বাবা খন্দকার সাইফুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে আমার ঘুম ভেঙে গেলে, দেখি ফাতেমার কক্ষের দরোজা খোলা। ঘরের ভিতরে ফাতেমাকে দেখতে না পেয়ে আশপাশের স্থানসহ অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে সকালে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহত ফাতেমার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে; তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।