কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়া সদর উপজেলায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া বাজারে গতকাল রোববার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, গতকাল রোববার বিকেলে শংকরদিয়া বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর আতা। সভা শুরুর কিছুক্ষণ পর গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাল্টু রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দবির উদ্দিনের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পরেন। অতিথিদের সামনেই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এদিকে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবার আলোচনা সভা শুরু হয়। উভয়পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দোষারপ করছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ‘আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’