কুষ্টিয়ায় আমি আর কিশোরগ্যাং শব্দটি শুনতে চাই না : হানিফ
কুষ্টিয়ায় মাদক ও কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘কুষ্টিয়ায় আমি আর কিশোর গ্যাং শব্দটি শুনতে চাই না।’
আজ বুধবার (২২ মার্চ) শহরের এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হল রুমে ‘প্রবীণ বন্ধু সমাবেশ’ নামক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কুষ্টিয়ায় মাদকের প্রকোপ বেড়েছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও বেড়েছে। স্থানীয় প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না অথবা করতে পারছেন না। প্রশাসন যদি অ্যক্টিভ হয় তাহলে চুরি ছিনতাই মাদক সবই বন্ধ হয়ে যাবে।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমার দুর্ভাগ্য, এতো সাপোর্ট দেওয়ার পরও প্রশাসন নির্জীব হয়ে যাচ্ছে। এর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল থেকে আমি আর কিশোরগ্যাং শব্দটি শুনতে চাই না। সবগুলোকে ধরে আইনের আওতায় আনতে হবে। আর এদের পক্ষে যারা সুপারিশ করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
প্রবীণদের সঙ্গে মতবিনিময়কালে কুষ্টিয়ার স্থানীয় নানা সমস্যা নিয়ে কথা বলেছেন হানিফ। মতবিনিময় সভায় বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।