কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭
কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছে। গতকাল রোববার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলায় টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার পরই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে।
আহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মোফাজ্জল (৪৫), সায়েম আলী (৫৫), অমিত (২৩), জুয়েল (৩৫), শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুটবল খেলা উপলক্ষে হরিপুর বাজারে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে আর্জেন্টিার সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এখানে খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকরা এই খেলায় ফ্রান্সের সমর্থন করতে থাকে। আর্জেন্টিনা দুই গোলে দেওয়ার পর ব্রাজিলের সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। পরে ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকরা আবারও সংগঠিত হয়ে ওই স্থানে এসে জড়ো হয়ে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শেষে টাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে সমর্থকরা নাচানাচি শুরু করে।
নাচানাচির সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে। তবে, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’