কুষ্টিয়ায় ইজিবাইকচালক হত্যায় একজনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া মডেল থানার ইজিবাইকচালক মাসুদ রানাকে হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম সাজাপ্রাপ্ত দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এ ছাড়া এ হত্যা মামলায় প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডাপ্রাপ্ত আসামি কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী কলোনিপাড়ার রাকিবুল ইসলাম রাকিব এখনও পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া শহরের টালিপাড়া এলাকার শামীম (পলাতক), উদিবাড়ী এলাকার তন্ময় ও একই এলাকার শিপলু।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাইয়ে রাত সাঁড়ে ৮টার দিকে শহরের মজমপুর হতে ত্রিমোহনী যাওয়ার উদ্দেশে সাজাপ্রাপ্ত আসামিরা মাসুদ রানার অটোবাইকটি ভাড়া করে বাড়াদী গ্রামের ভাগারের মাঠে নিয়ে যায়। সেখানে পরিকল্পিতভাবে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করলে ইজিবাইক চালক মাসুদ রানা বাধা দেন। এ সময় গলায় রশি পেঁচিয়ে ও ধারাল চাকু দিয়ে জবাই করে রানার মৃত্যু নিশ্চিত করেন আসামিরা। পরে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের চাচা ইয়ার আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা করেন।
কুষ্টিয়া আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ নভেম্বরের আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য-প্রমাণ শেষে হত্যা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আজ একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।