কুষ্টিয়ায় করোনায় আরও সাত জনের মৃত্যু, শনাক্ত ৯৫ জনের
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও সাত কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ। জেলা প্রশাসন আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ শনিবার। কুষ্টিয়ায় এই বিধিনিষেধ বাস্তবায়নে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পুলিশ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার দিনব্যাপী সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩৮ জনের কাছ থেকে ১৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জেলায় সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে জনসমাগম কম দেখা গেছে।