কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন করোনা পজিটিভ ছিলেন। অপর দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০১ জন চিকিৎসাধীন। এর মধ্যে ১৫১ জন করোনা রোগী রয়েছে। এ ছাড়া ৫০ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
অপরদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে আজ শহরের প্রবেশপথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে জনসমাগম নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু মানুষেরা নানা অজুহাতে শহরে প্রবেশ করছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রয়েছে।
এদিকে, গতকাল বুধবার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ১৪৩ জনের কাছ থেকে ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং দুজনকে জেল হাজতে পাঠিয়েছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।