কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন করোনা পজিটিভ ছিলেন এবং অপর একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালটিতে ২১০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১৩৬ জন করোনা পজিটিভ এবং ৭৪ জনের উপসর্গ রয়েছে।
এদিকে, কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালের ১০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জন ইন্টার্ন চিকিৎসক ও একজন ইমার্জেন্সি চিকিৎসক রয়েছেন। ওই চিকিৎসকেরা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলেও জানান তিনি।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ।