কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনা পজিটিভ ছিলেন এবং অপর চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৮২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১৪১ জন করোনা পজিটিভ এবং ৪১ জনের উপসর্গ রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে, সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন চলছে আজ। শহরের প্রবেশপথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কোনো বাধা মানতে চাচ্ছে না। বিভিন্ন অজুহাতে শহরে প্রবেশ করছে তারা। আজ মঙ্গলবার প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো বন্ধ রয়েছে।
গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৭৪ জনের কাছ থেকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় এবং একজনকে জেলহাজতে পাঠিয়েছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।