কুষ্টিয়ায় চলমান লকডাউন ১ জুলাই পর্যন্ত বৃদ্ধি
অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ বিস্তার ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় চলমান কঠোর লকডাউন আগামী ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, যেহেতু আগামী ১ জুলাই থেকে দেশব্যাপী লকডাউন শুরু হচ্ছে, সে কারণে এবং জেলায় করোনার সংক্রমণ না কমায়, জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় বেশির ভাগ সদস্য লকডাউনের পক্ষে মত দেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে কুষ্টিয়ায় গত ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক।
সিভিল সার্জন এস এম আনোয়ারুল ইসলাম বলেন, যেহেতু করোনা সংক্রমণ অস্থিতিশীল—তাই আরও সাত দিন লকডাউন থাকলে কমতে পারে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
জেলায় অস্বাভাবিকহারে করোনার বিস্তার মৃত্যুর হার বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ কোনো কিছুই মানছে না। যেকোনো অজুহাতে তারা শহরে প্রবেশ করার চেষ্টা করছে।
আর লকডাউন কার্যকর করার জন্য পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া গতকাল শনিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সরকারি বিধিনিষেধ না মানায় ৪৯ জনকে ৪৯ হাজার ৪০০ টাকা জরিমানা করার পাশাপাশি পাঁচজনকে স্বল্প মেয়াদে সাজা দিয়েছেন।