কুষ্টিয়ায় তিনটিতে আওয়ামী লীগ, একটিতে জাসদ জয়ী
দ্বিতীয় ধাপে কুষ্টিয়া জেলায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জাসদের প্রার্থী জয়ী হয়েছেন। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব পৌরসভায় টানা ভোটগ্রহণ করা হয়। পরে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা প্রতীকে ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বশিরুল আলম চাঁদ পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট।
মিরপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের এনামুল হক ১০ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফুর রহমান পেয়েছেন দুই হাজার ৫১৫ ভোট।
কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র শামসুজ্জামান অরুণ নৌকা প্রতীকে ১০ হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনিসুর রহমান পেয়েছেন দুই হাজার ৩৮৬ ভোট।
এ ছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী আনোয়ারুল কবির টুটুল মশাল প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৯৭০ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীমুল ইসলাম ছানা পেয়েছেন পাঁচ হাজার ৫৪৯ ভোট।