কুষ্টিয়ায় দুর্বৃত্তদের পিটুনিতে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলীকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করার পর তাঁর মৃত্যু করেছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ইনতাজ উপজেলার মহিষাডোরা এলাকার মৃত সুন্নত শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী (৪৭) গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহিষাডোরায় বাজারে বসেছিল। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ভেড়ামারার মহিষাডোরা এলাকার আলিমুদ্দিনের ছেলে নাজিমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ইনতাজ আলী গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইনতাজ আলী হত্যার ঘটনায় তার ভাই মো. রবিউল ইসলাম নাজিম উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-২১। নতুন করে সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।