কুষ্টিয়ায় নতুন করোনা শনাক্ত ৭১ জন
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার পৌরসভা এলাকায় চলমান সাত দিনের কঠোর বিধিনিষেধ অকার্যকর হয়ে পড়েছে। বেড়েই চলেছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি হার।
গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৪১ শতাংশ।
এদিকে, পৌরসভা এলাকায় চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধের আজ সোমবার চলছে তৃতীয় দিন।
সরেজমিনে দেখা গেছে, জেলার মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। এবং কোনো ধরনের স্বাস্থবিধি মানা হচ্ছে না। দোকানপাট, শপিংমল বন্ধ থাকলেও পৌর এলাকার বিভিন্ন কাঁচাবাজারে ভিড়ের মধ্যেও মানুষ মাস্ক পরা ও স্বাস্থবিধি মানার তোয়াক্কা করছে না।
শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ।