কুষ্টিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক
মহররমের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রিয়াজ উদ্দিন খাঁ (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফিউজিপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
ওসি দাবি করেন, এ ঘটনার সঙ্গে বৃদ্ধের ভাতিজা দিরাজ উদ্দিন খাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার পর পরই তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
নিহত রিয়াজ উদ্দিন খাঁ একই এলাকার মৃত মজির উদ্দিন খাঁর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, মহররমের কাশেদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইমাম রিয়াজ উদ্দিন খাঁর সঙ্গে ভাতিজা দিরাজ উদ্দিন খাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দিরাজ ক্ষুব্ধ হয়ে রিয়াজ উদ্দিন খাঁর ওপর রামদা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় আরেক ভাতিজা স্বপন উদ্দিন খাঁ (৪৫) ও তাঁর স্ত্রী আর্জিনা খাতুন (৩৫) রিয়াজ উদ্দিনকে বাঁচাতে ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। তারপরই দিরাজ পালিয়ে যায়।
রিয়াজ উদ্দিন খাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।