কুষ্টিয়ায় বেড়েছে করোনা রোগী, সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় সাতদিনের কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে আজ। তবুও জেলাজুড়ে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎকরা।
জেলার পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টার শেষ হিসাবে জেলায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা রোগীর জন্য ১০০ বেডের বিপরীতে ১৩৭ জন রোগী ভর্তি রয়েছে। আপাতত জরুরি সেবা ছাড়া হাসপাতালের সব বহির্হিবিভাগের চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে, শহরে ঢোকার প্রতিটি প্রবেশ মুখে বাঁশ বেঁধে ব্যারিকেড দিয়ে লকডাউন বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লকডাউন কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও ব্যবসায়িক নেতারাও মাঠে কাজ করছে।
অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলায় ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।