কুষ্টিয়ায় মাটিচাপা পড়ে নারীর মৃত্যু
কুষ্টিয়া শহরের চর মিলপাড়া শ্মশানঘাট এলাকায় একটি ডোবা থেকে মাটি সংগ্রহ করতে গিয়ে মাটিচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে আরজিনা খাতুন (৫৫) নামে ওই নারী মারা যান। তিনি চর মিলপাড়া শ্মশানঘাট এলাকার মো. ফজলু রহমানের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, চর মিলপাড়া এলাকায় রেলওয়ের জায়গা থেকে মাটি কেটে পার্কের কাজে ব্যবহার করে কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃপক্ষ। এর ফলে সেখানে একটি বড় ডোবার সৃষ্টি হয়। সকালে ঘর নিকানোর (লেপার) জন্য ওই ডোবা থেকে মাটি সংগ্রহে যান আরজিনা খাতুন। এ সময় ডোবার পাড় ভেঙে তাঁর ওপর পড়ে। এলাকবাসী তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরজিনা খাতুনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।