কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা : ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার খোকসার রতনপুরে মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন শেখ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় খোকশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন খোকশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও চেয়ারম্যানের ভাতিজা মো. সালাউদ্দিন।
নিহত জসিম রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
খোকসা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আশিকুর রহমান জানান, জসিমকে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা তাৎক্ষণিকভাবে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও ভাতিজা মো. সালাউদ্দিনকে আটক করেছি। চেয়ারম্যন পলাতক রয়েছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আজ বিকেল ৩টার দিকে নিহত জসিমের ভাই হাসেম উদ্দিন শেখ বাদী হয়ে চেয়ারম্যান আয়ুব আলী ও তাঁরর স্ত্রীসহ ১০ জনকে আসামি করে খোকসা থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আয়ুব আলীর মালিকানাধীন পুকুরে মাছ ধরার অভিযোগে গতকাল রাতে জসিমকে পিটিয়ে মারাত্মক আহত করে চেয়ারম্যানসহ তাঁর ছেলে ও ভাতিজা।
গুরুতর আহত অবস্থায় জসিমকে রাতেই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুজ্জামান সোহেল জানান, মাথায় মারাত্মক জখমের কারণে জসিমের মৃত্যু হয়েছে।