কুষ্টিয়ায় লকডাউন নয়, মাস্ক পরা ও টেস্ট বাড়ানোর সিদ্ধান্ত
কুষ্টিয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে লকডাউন নয়, বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করা ও করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
কুষ্টিয়ায় দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি ও সীমান্তবর্তী জেলা হিসেবে লকডাউন বিষয়ে স্বাস্থ্য বিভাগের সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, এখনই নয়, পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। তিনি জানান, সম্প্রতি ভারত সফর শেষে ১৪৬ জন কুষ্টিয়ায় ফিরে এসে হোম কোয়ারেন্টিনে আছে। এদের মধ্যে দুজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই দুজনের দেহে ভারতীয় ধরন আছে কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে কুষ্টিয়ার সীমান্ত ৪৬ কিলোমিটার। এর মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে ২৩ কিলোমিটার আর বাকি ২৩ কিলোমিটার অরক্ষিত। তাই ভারত থেকে অবৈধভাবে যাতে কেউ কুষ্টিয়া সীমান্ত দিয়ে ঢুকতে না পারে সে লক্ষে সীমান্তে বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত চার দিনে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা সংক্রমণের হার ১৫ থেকে বেড়ে ১৯ শতাংশ হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ এ পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে।