কুষ্টিয়ায় লকডাউন বাড়ল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২, মৃত ৪
নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুষ্টিয়ায় চলমান কঠোর লকডাউন ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেখানে নতুন করে ১৭২ জনের শরীরে করোনা শনাক্ত এবং করোনায় চার জনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা শেষে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়—২০ জুন থেকে শুরু হওয়া সাত দিনের কঠোর লকডাউন রোববার মধ্য রাতে শেষ হওয়ায় নতুন করে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হলো।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও চার জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, লকডাউন কার্যকর করতে শহরের প্রবেশ পয়েন্টগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এ ছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ ব্যবস্থা নিচ্ছে।
অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গত ২০ জুন মধ্য রাত থেকে ২৭ জুন মধ্য রাত পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দিয়েছিল জেলা প্রশাসন।