কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ দুজন নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক ও তাঁর এক আত্মীয় নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর-মধুপুর কলার হাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তাঁর মামাতো ভাই এনামুল ইসলাম। শফিউল আজম মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং এনামুল পার্শ্ববর্তী চরপাড়া গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, শফিউল আজম মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর মামাতো ভাই এনামুল।
লক্ষ্মীপুর-মধুপুর কলার হাটের কাছে মোটরসাইকেলটি একটি রডবাহী লং ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এনামুলের মৃত্যু হয়। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর শিক্ষক শফিউল আজমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শিক্ষক শফিউল আজমের ভায়রাভাই স্বপন জানান, মাকে দেখার জন্য আজ শফিউল আজম বাড়ি আসছিলেন।