কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৪ জনের মৃত্যু
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট জনের করোনা পজিটিভ এবং ছয় জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ শতাংশ।
চলমান বিধিনিষেধে (লকডাউনে) গণপরিবহন, কলকারখানা, হোটেল, রেস্তোরাঁ, শপিংমল ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। কিন্তু, স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও দেখা গেছে কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না তারা।
এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে গতকাল রোববার দিনভর অভিযান চালিয়ে ৪৯ জনের কাছ থেকে ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে অকারণে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটকানোর চেষ্টা চলছে। জেলায় সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।