কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৯ জনের মৃত্যু
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এবং চার জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম।
মেজবাউল আলম জানান, বর্তমানে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৪৮ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৬০ জন উপসর্গ নিয়ে মোট ২০৮ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।
এদিকে, ১৪ দিনের লকডাউনের আজ চলছে তৃতীয় দিন। মহাসড়কসহ শহরে ঢোকার সড়কগুলোতে পুলিশ বাঁশ দিয়ে রাস্তা সরু করে চেকপোস্ট বসালেও মানুষ সেখান দিয়ে বাধা ছাড়াই চলাচল করছে। আর কাঁচাবাজার ও মুদি দোকানগুলো শুক্র, সোম ও বুধ—এই তিন দিন সকাল ৭টা থেকে দুপর ১টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।