কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৭
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়।
একই সময়ে ২২২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। চলতি বছরে এটাই সর্বোচ্চ শনাক্ত। এর হার ৩৪ শতাংশ। গত তিন দিনে জেলায় নতুন করে ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩২২ জন। সব মিলিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১২৩।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
কুষ্টিয়ার সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম জানান, এ জেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই। বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়াই চলাফেরা করছে। প্রশাসন কিন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রত্যেককে মাস্কপরা বাধ্যতামূলক করার চেষ্টা করছে।