কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৬ জনের করোনা শনাক্ত
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। জেলার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত করা হয়। এখন পর্যন্ত এটিই কুষ্টিয়ায় সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। এ ছাড়া শনাক্তের হার ৩৯ দশমিক ১০ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, কুষ্টিয়া পৌরসভায় চলমান সাত দিনের কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আজ শুক্রবার দিবাগত রাতে। এ ছাড়া মিরপুর পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে আজ।
এদিকে, জেলায় করোনার সংক্রমণ প্রতিদিনই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনসমাগম। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
পুলিশ শহরে ঢোকার প্রবেশমুখে সড়কে বাঁশ বেঁধে চলাচল নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।