কুষ্টিয়া পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া পৌর এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৮ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।
গতকাল শুক্রবার রাতে ৯টি বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলাম। করোনাভাইরাস প্রতিরোধবিষয়ক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অধিক করোনা সংক্রমণের কারণে আজ (শুক্রবার) মধ্যরাত থেকে আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধিনিষেধ চলাকালে কুষ্টিয়া পৌরসভা এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।