কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়
কুড়িগ্রামে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত ‘করোনা মহামারিতে বাল্যবিবাহ : সচেনতা ও প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, খামারবাড়ির উপপরিচলাক নুরুনবী খন্দকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নিলু, ফেন্ডশিপের সহকারী প্রকল্প ম্যানেজার আহম্মেদ তৌফিকুর রহমান, মাহাবুবুর রহমান ভুইয়া প্রমুখ।
বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার ৫৭টি চর ও দ্বীপচরে এক দশক ধরে ফেন্ডশিপ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের পাশাপাশি করোনাকালে বাল্যবিবাহ রোধে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।