কুড়িগ্রামে বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়
বাল্যবিবাহের অধিক ঝুঁকিতে থাকা শিশুর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম। আজ মঙ্গলবার রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় করেন তিনি।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে তাসনিমের সভাপতিত্বে সহস্রাধিক অভিভাবকের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা মুন্নি, রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মণ্ডল, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পেশালিস্ট নুরে আলম জুলফিকার আলী হানিফ, আরডিআরএস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা রেজওয়ান সাথিল, উপজেলা সমন্বয়কারী মোসলেম উদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, প্রকাশিত জরিপে কুড়িগ্রামে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ২১ হাজার ১০০টি বিয়ে সম্পন্ন হয়েছে। এরমধ্যে নিবন্ধিত বিয়ের সংখ্যা-১৭ হাজার ৯৮৪টি এবং অনিবন্ধিত বিয়ের সংখ্যা-৩ হাজার ১১১টি।
জেলার নয়টি উপজেলায় বাল্যবিবাহ হয়েছে দুই হাজার ৯৫৩টি। বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এক হাজার ১২০টি। এরমধ্যে কুড়িগ্রাম সদরে ৭০২টি, রাজারহাটে ৭৩টি, উলিপুরে ২৫৯টি, চিলমারীতে ১৪০টি, রৌমারীতে ৮৪টি, রাজিবপুরে ৪৯টি, নাগেশ্বরীতে ১১২৮টি, ফুলবাড়িতে ২৯১টি, ভূরুঙ্গামারীতে ২২৭টি বাল্যবিবাহ হয়েছে।
সভায় আয়োজকরা আরও জানান, করোনার কারণে লকডাউন চলাকালীন জরিপের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে। ফলে জেলার বাল্যবিবাহের হার বাস্তবতার আলোকে আরও অনেক বেশি। এ কারণেই বাল্যবিবাহ প্রতিরোধে এবং বাল্যবিবাহের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন শিশুদের অভিভাবকদের এর কুফল ও আইনি বিষয় বোঝাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় সহযোগিতা করে উপজেলা তথ্যসেবা কার্যালয় ও বিল্ডিং বেটার ফিউচর ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট।
আয়োজনে অভিভাবকদের সঙ্গে কাজী, পুরোহিত, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।