কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ
জয়পুরহাটে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। এমন পরিস্থিতিতে পাঁচবিবি উপজেলার দরিদ্র কৃষক আজাহার আলীর দুই বিঘা জমির ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রামপুরা গ্রামের ওই কৃষকের জমির ধান কেটে মাড়াই করে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষের নেতৃত্বে রোজা থেকেও এই কাজে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাফিজ হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয়, সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাকিন আহম্মেদ প্রমুখ।
কৃষক আজাহার আলী বলেন, ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে আমি খুবই খুশি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’