কেরাণীগঞ্জে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার
ঢাকাই সিনেমার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে কেরাণীগঞ্জের আলিপুর ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাতে কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি সালাম মিয়া বলেন, ‘মরদেহটি টুকরো টুকরো করে বস্তায় ভরে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো ব্রিজের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি রমজানুল হক বলেন, ‘শিমু কলাবাগান এলাকার বাসা থেকে নিখোঁজ হওয়ার পর কলাবাগান থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তবে, এখনও কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’
জানা গেছে, গত রোববার সকাল থেকে শিমু নিখোঁজ ছিলেন। তারপর পরিবারের পক্ষ থেকে নানা স্থানে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাঁকে। পরে কলাবাগান থানায় জিডি করা হয়। একদিন পর সোমবার তাঁর মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে কেরাণীগঞ্জ থানা সূত্রে জানা গেছে।