কেরাণীগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত
ঢাকার কেরাণীগঞ্জ বাবুবাজার ব্রিজে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. লোকমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ মে) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় লোকমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
লোকমানকে হাসপাতালে নিয়ে আসা নুরউদ্দিন জানান, আমরা রক্তাক্ত অবস্থায় বাবুবাজার ব্রিজে তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করি। একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি ভোলায়। তিনি ভোলার দৌলতখান উপজেলার মধ্যজয়নগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে বাবুবাজার এলাকায় থাকতেন।