কেরানীগঞ্জে প্রিজনভ্যানে বাসের ধাক্কায় ১৭ বন্দি ও ২ পুলিশ আহত
ঢাকার কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা ১৭ বন্দি ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুরান ঢাকার রাজেন্দ্রপুরে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, প্রিজনভ্যানে করে ৩৭ জন বন্দিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রিজনভ্যানটি লেন পরিবর্তন করার সময় বেপরোয়া গতিতে আসা একটি বাস সেটিকে ধাক্কা দেয়।
আহত বন্দিদের মধ্যে আতিকুর (২২), অতুল (২৪), মুন্না (২৫), মুরাদ (৪০) ও রুমিকে (৪২) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া আরও ১২ বন্দিকে কারা-হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ভ্যানে থাকা অন্য বন্দিদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।