কোটি টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তার পাঁচ বছরের দণ্ড
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ব্র্যাক ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল হাসনাতকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, আবুল হাসনাত নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকের হিসাব থেকে স্ত্রী খন্দকার নাসরিন মোর্শেদার হিসাবে এক কোটি টাকার স্থানান্তর করেন। পরে সেই টাকা স্ত্রীর নামে এফডিআর করেন। হিসাবে গরমিল দেখা গেলে জিজ্ঞাসাবাদ ঘটনার সত্যতা শিকার করেন হাসনাত। এ ঘটনায় গুলশান থানায় ব্যাংকের সিনিয়র ম্যানেজার শেখ তারেক নেওয়াজ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে দুদকের উপপরিচালক সেলিনা আখতার তদন্ত করে ২০১৯ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপরে মামলা বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।