কোনো বিধিনিষেধের সামনে মাথা নত করব না : মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মানুষ রাজপথে নেমেছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঘিরে সরকারের দেওয়া বিধিনিধিষের আগে বিএনপি রাজপথে নেমেছিল। হাজার হাজার মানুষ তখন জনসভায় যোগ দিয়েছে। কোথাও কোথাও ১৪৪ ধারা জারি ভেঙ্গে সভা হয়েছে।’
‘খালেদা জিয়ার মুক্তি, নিপুণ রায় চৌধুরীসহ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখার নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাম্প্রদায়িক উসকানিদাতা কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার এক মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
মান্না বলেন, ‘এখন বিধিনিষেধ নেই। এবার ১৪৪ দিন, আমরাও ভেঙে ফেলে দেখিয়ে দেব। কোনো বিধিনিষেধের সামনে মাথা নত করব না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল নয়, বরং আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন করে। সরকারকে বলব, হামলা-মামলা করে গয়েশ্বর চন্দ্র রায় বা নিপুণ রায়দের দমন করা যাবে না।’
মান্না বলেন, ‘আজ হোক কাল হোক, এ সরকার থাকবে না। এরপর যে সরকার আসবে অর্থাৎ কেয়ারটেকার সরকার হতে পারে।’ তিনি বলেন, ‘সারা দেশে এ সরকারের ওসি, এসপি, ডিসিরা যে অত্যাচার নির্যাতন করেছে—ওরাই আবার ক্ষমতায় থেকে নির্বাচন করবে? না। ওদেরও বদলানো হবে।’
খালেদা জিয়ার প্রসঙ্গ সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘কারা খালেদা জিয়াকে মৃত্যুর মুখেও বিদেশে চিকিৎসা করতে দিল না। ওরা এমনি এমনি পার পেয়ে যাবে?’
মান্না বলেন, ‘এ আন্দোলন কেবল আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার আন্দোলন নয়, আমরা দেশটার ভালো করতে চাই। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’