কোভিড টিকার বুস্টার ডোজ কীভাবে পাবেন, জানা যাবে কাল
নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এবার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল রোববার দুপুর ১২টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর অডিটোরিয়ামে আগামীকাল রোববার বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উদ্বোধন শেষে এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে একই স্থানে গণমাধ্যমে কথা বলবেন জাহিদ মালেক।
কারা ও কীভাবে টিকার বুস্টার ডোজ পাবেন, এ বিষয়ে এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হকের কাছে জানতে চাওয়া হয়। মো. শামসুল হক বলেন, ‘কীভাবে ও কারা প্রথম দিকে টিকার বুস্টার ডোজ পাবেন, তা আগামীকাল স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করবেন। তার আগে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
এর আগে শনিবার দুপুরে জাহিদ মালেক মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জানান, মহাখালীতে বিসিপিএস প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখসারির কর্মীদের মধ্যে বুস্টার ডোজের টিকা দেওয়া হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটির অনুমোদন দিয়েছে।
মন্ত্রী জানান, যারা প্রথম দিকে টিকা পেয়েছেন, তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। মোট চার কোটির অর্ডার ডব্লিউএইচও থেকে আমরা পেয়েছি। এর মধ্যে কিছু পেয়েছি। আরও তিন কোটি আসবে। তাই, টিকার কোনো সংকট হবে না।