কোভিড টিকার লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ পূরণ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
সরকার করোনা টিকার লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ পূরণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রী বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৭৫ ভাগ মানুষ করোনা টিকার আওতায় এসেছে।
রাজধানীতে আজ শুক্রবার নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কম্প্রিহেনসিভ পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘টিকার আওতাধীন জনসংখ্যার মধ্যে টিকাদানের লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ অর্জন হয়েছে। আমরা প্রায় সাড়ে ১২ কোটি ডোজ টিকা দিয়েছি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের জনসংখ্যার প্রায় ৭৫ ভাগ টিকার আওতায় এসেছে। আর, বুস্টার ডোজ দেওয়ার জন্য আমরা ক্যাম্পেইন হাতে নিয়েছি।’
বিশ্বের ২০০টি দেশের মধ্যে করোনা টিকা দেওয়ায় বাংলাদেশ আট নম্বরে রয়েছে বলেও জানান জাহিদ মালেক। এ সময় তিনি দক্ষ জনশক্তি হিসেবে নার্সদেরকে বিদেশে পাঠানোর কথাও জানান।