কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শনিবার রাতে আট থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে দায়ী করেছেন খিজির খায়াত খান।
এরই মধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যায়—একদল দুর্বৃত্ত মুখোশ পরে খিজির হায়াত খানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং গুলিবর্ষণ করে। এ ছাড়া বাড়ির জানালায় ভাঙচুর চালানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘কিছু আলামত সংগ্রহ করা হলেও এখনও কাওকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল শনিবার মাইজদীতে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক সংকট নিয়ে বক্তব্য দিয়েছিলেন খিজির হায়াত। ধারণা করা হচ্ছে, সে বক্তব্যের জের ধরে এ হামলা চালানো হয়েছে।