কোরআন প্রতিযোগিতা দেশের সুনাম বয়ে আনছে : ধর্মপ্রতিমন্ত্রী
ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘বাংলাদেশের ছাত্ররা আন্তর্জাতিক পর্যায়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠ স্থান অর্জন করে দেশের সুনাম বয়ে আনছেন। ভবিষ্যতে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
আজ শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে আমাদের দেশেই সবচেয়ে বেশি মসজিদ, মাদ্রাসা ও আলেম রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের প্রচারে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থাও করেছেন। বর্তমান সরকার মসজিদ, মাদ্রাসা নির্মাণ ও ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে গড়ে তোলার চেষ্টা করছেন।’
এবারের সম্মেলনে অংশগ্রহণ করেন ইরানের শাইখ ক্বারী আহমাদ আবুল কাসেমী, মিসরের শাইখ ক্বারী মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের ক্বারী শাইখ আনোয়ারুল হাসান বুখারী এবং ফিলিপাইনের ক্বারী নো’মান পিমবায়াবায়া।
সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সুফী মো. মিজানুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা ক্বারী শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (বিশেষ শাখা) এ জেড এম নাফিউল ইসলাম। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, পিএইচপি ফ্যামিলির ডিরেক্টর মো. আলী হোসাইন ও মো. জহিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন—বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসূর চাভোশী, দূতাবাসের কালচ্যারাল কাউন্সিলর ড. হাসান সেহাত, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকি, দূতাবাসের উপরাষ্ট্রদূত ক্বামার আব্বাস খোকার। ঢাকাস্থ মরক্কো দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ শাওয়ী। ঢাকাস্থ সৌদি দূতাবাসের কাউন্সেলর হুসাইন আল বালাউয়ি। ঢাকাস্থ ইন্দোনেশিয়া দুতাবাসের কাউন্সেলর বামবাং প্রিহারতাদী। দেশের আরও ১৫টি স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে।