ক্যান্সারের চিকিৎসা করাতে ভারত, ফিরে কোয়ারেন্টিনে মৃত্যু
ভারত থেকে আসা বাংলাদেশি এক নারী কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা গেছেন। তিনি ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য ভারত গিয়েছিলেন। তরে তিনি করোনা নেগেটিভ ছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
মারা যাওয়া মোহসেনা বেগম (৪২) দিনাজপুর জেলার মহাব্বতপুরের মৃত মকসেদ আলীর স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরওমও) এ এস এম ফাতেহ আকরাম আজ শুক্রবার বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত মোহসেনা বেগম গত ২১ মে দর্শনা স্থলবন্দর হয়ে দেশে ফেরেন। এরপর তাঁকে নার্সিং ইনস্টিটিউটে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তিনি করোনা নেগেটিভ ছিলেন। গত ২৫ মে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত মধ্যরাতে তিনি মারা যান।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আওলিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে দেশে ফিরেছে ৬৯৩ জন পাসপোর্টধারী যাত্রী। এর মধ্যে ৪৩৭ জনকে জেলার বিভিন্ন স্থানে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকিদের মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় পাঠানো হয়েছে।’
‘এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ। করোনায় আক্রান্ত দর্শনা দিয়ে আসা এক নারী এবং বেনাপোল দিয়ে আসা এক যুবক এরই মধ্যে মারা গেছেন। এ দুজনের ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া কোয়ারেন্টিনে থাকা আরও এক করোনা আক্রান্ত রোগীর ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মোট তিনজনের ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে’, যোগ করেন ডা. আওলিয়ার রহমান।