ক্যাসিনোকাণ্ডে সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে দুই ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে প্রাইম ব্যাংক উত্তরা শাখার সিনিয়র প্রেসিডেন্ট শারমিন আক্তার এবং একই ব্যাংকের মতিঝিল শাখার সহকারী অফিসার নাসিম গনি সাক্ষ্য দেন। বিচারক তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
এ নিয়ে এই মামলায় মোট ৩৯ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় তার বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়।
গত বছর ১৭ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।
অভিযোগপত্রে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ হাজার টাকা থাইল্যান্ড ও ইউএসএতে পাচারের অভিযোগ আনা হয়।