ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে প্রতিবেদন ২ জানুয়ারি
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২ জানুয়ারী ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন র্নিধারিত ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
গত ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। মামলাটিতে আল আমিন জামিনে আছেন।
মামলার বিবরণীতে ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান লিখেছেন, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টায় যৌতুকের ২০ লাখ টাকা আনা হয়েছে কি না জিজ্ঞেস করেন। এতো টাকা তাঁর (ইসরাত) বাবার পক্ষে দেওয়া সম্ভব না জানালে এলোপাথারি মারধর করেন আল আমিন।’