ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলায় এখনও অনেকে আটকা, ধারণা পুলিশের
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় এখনও কিছু মানুষ আটকে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। আজ মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় তিনি বলেন, ‘বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা ও বেজমেন্টের ভেতর থেকে মানুষের নড়াচড়ার শব্দ শুনতে পেয়েছি। অনেকের নড়াচড়া আমরা বুঝতে পেরেছি। তাদের এখনও উদ্ধার করা হয়নি।’
বিপ্লব কুমার বলেন, ‘তারা সেখানে আটকা আছে বলে ধারণা করছি। ধ্বংসস্তুপ সরানোর জন্য এক্সক্যাভেটর আনা হচ্ছে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সরেজমিনে ঘুরে দেখা গেছে, আহত মানুষদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।