ক্ষমতালোভীদের মধ্যে জাতির কোনো কল্যাণ দেখিনি : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ক্ষমতালোভীদের কাছে আমরা জাতির কোনো কল্যাণ দেখিনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেকে সাম্প্রদায়িকতা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল। এখন তাদের সে দৌরাত্ম্য কমে গেছে, এখন কিন্তু তারা এসব কথা বলে না।
আজ শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সব পূজা উদযাপন কমিটির মধ্যে সরকারি অনুদানের অর্থ বিতরণ করেন এবং বিরল উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেই প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে ক্ষমতালোভীদের কাছে আমরা জাতির কোন কল্যাণ দেখিনি। আমরা দেখেছি লুটপাট, সংঘাত, হানাহানি, মিথ্যাচার, বিভক্তি ও শ্রেণি বৈষম্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়, বিরল সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম প্রমুখ।